Bikash Mandal

   বিকাশ চন্দ্র মণ্ডল

বিদ্যাসাগর স্মৃতি তর্পণ
বিকাশ চন্দ্র মণ্ডল
গদীবেড়ো, রঘুনাথপুর, পুরুলিয়া

বীর, পণ্ডিত রাম জয় তর্ক ভূষণের পৌত্র তুমি
আলাকিত করেছ যে মোদের ধর্মান্ধ মাতৃভূমি।
ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী মাতার কোলে
১৮২০ সনের ২৬ শে সেপ্টেম্বর বীর সিংহে জন্ম নিলে।
ছেলবেলায় করতে নানান মজার মজার একগুঁয়েমি
অপার মাতৃভক্তিতে শ্রদ্ধেয় – প্রাতঃস্মরণীয় যে তুমি।
দীনময়ী দেবীর করেছ শুভ লগ্নে পাণি গ্রহণ
জন্ম দানে তব পুত্র নারায়ণ চন্দ্র বিদ্যা রতন
তিনিই প্রথম বিধবা মহিলা কে দেন স্ত্রীর সম্মান।
ঈশ্বর চন্দ্র হলে যে বীর সিংহের সিংহ শিশু
তুমিই মহা মানব অবতারে রাম, রহিম, চৈতন্য, যীশু।
একাধারে দয়া, করুণা, বিদ্যার সাগর যে তুমি
নারী শিক্ষা বিস্তারে বিশ্ব বন্দিত তব চরণ চুমি।
ফুলের মতো কোমলতা প্রকাশ পেয়েছে হৃদয় ও মনে
বজ্র কঠোর হয়েছো যে তুমি বিশেষ বিশেষ প্রয়োজনে।
নিয়ম নিষ্ঠা শিখিয়েছো ছাত্র দরদী হৃদয় কোণে
সময়ানুবর্তিতা দেখিয়ছো আপন আচার্য গুরু জনে।
তৎকালে নব জাগরণের পুরোধা শিক্ষার বিস্তার
বুঝে ছিলে তুমি বিধবাদের পুনঃ বিবাহেরও আছে দরকার।
বাল্য বিবাহ, বহু বিবাহের রোধে ঘৃণ্য কুলীন প্রথার
এভাবেই এগিয়ে এসে করতে চেয়েছিলে সমাজ সংস্কার।
বাংলা সাহিত্যের প্রথম সংস্কারক ও যথার্থ শিল্পী
নত হয়েছে ইংরাজ, অজেয় তোমার পৌরুষের দীপ্তি।
সীতার বনবাস, বর্ণ পরিচয়, কথামালা, বোধদয়
তব লেখনীতেই আজিও হয়ে আসছে সকলের অক্ষর পরিচয় ।
দীন যে দীনের বন্ধু, তুমিই তো অপার করুণা সিন্ধু।
থেকেছো করমা টাঁড়ে, হোমিও চিকিৎসক দিন যাপনে
রিক্ত, নিঃস্ব, নিরক্ষর আদিবাসী মানুষ জনের সনে।
২৯ শে জুলাই ১৮৯১ সনে, কলকাতার বাদুড় বাগানে
ব্যাধি লয়ে চির নিদ্রায় শায়িত হলে নিজ বাস ভবনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *