Baridbaran Gupta

Baridbaran Gupta

আকাশটা আজ উদাস নয়নে চেয়ে নক্ষত্রের দেশে

বারিদ বরন গুপ্ত

মধ্যযুগীয় আঁধার খুঁজে আতঙ্কের ছায়া,
ভন্ডামী আর বর্বরতা !
একদিন কেড়েছিল সব আলো
পাতালপুরীর নির্জন তপস্যায়!

আঁধারের পথ বেয়ে এসেছিল জ্ঞান বিজ্ঞান দর্শন আলোকিত প্রাণ!
আলোর ঝর্ণায় খুঁজেছিল পেতপুরীর রহস্য
নেচেছিল পৃথিবীর প্রান!

আজও কেন আলো কাড়ে বারে বারে?
আঁধার দেবতা বাড়ে
ইতিহাসের পাতা নাড়ে
কাড়ে পৃথিবীর প্রাণ!

একদিন পৃথিবীটা আলোয় ভেসেছিল
আকাশটা ও নেচেছিল
হাজার নক্ষত্র হেসেছিল !
হঠাৎ কি যে হলো
হাজার দৈত্যদানব ঝড় বয়ে এলো,
এলোমেলো পৃথিবীটা আঁধারে ডুবলো,
আকাশটা আজ উদাস নয়নে চেয়ে
নক্ষত্রের দেশে
যদি একটাও হেসে ওঠে!
পৃথিবীটা বাঁচে!

লেখক পরিচিতি::বারিদ বরন গুপ্ত,মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন।

Baridbaran Gupta

আগে পিছে খিরকির দরজায়

বারিদ বরন গুপ্ত।

এক পা এগিয়ে তো দু’পা পিছিয়ে

এগুচ্ছি তবুও —-
এগুতে এগুতে একেবারে খিরকির দরজায়,
ঘরে ঢুকতে শুধু বাকি!

এগোচ্ছে পৃথিবীর দর্শন
শিল্প সাহিত্য বিজ্ঞান—-
হাতের মুঠোয় নেট দুনিয়াটা
কে বলে অলস যাপন?

চলছে পৃথিবীটা ছুটে
রকমারি সূত্র মেপে,
আপোষ মীমাংসা রফা
এই নিয়ে বেশ আছে রঙীন দুনিয়াটা!

প্রতিবাদের পাহাড় গুলো
একে একে সব উড়ে গেল
দেখি স্বার্থের অট্রালিকা জুড়ে
আপোষ মীমাংসার জোড় সমতলে !

স্বার্থের আঙিনায় বসে
আশাবাদী কবি তাই ভাবে
আগেপিছে মাতাল ছন্দে দুলে
আগামী পৃথিবীটা কোন রসাতলে?

লেখক পরিচিতি:: বারিদ বরন গুপ্ত,মন্তেশ্বর পূর্ব বর্ধমান ,কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *