
পৃথিবীটা একটা স্বপ্নের বিছানা
বারিদ বরন গুপ্ত
এই পৃথিবীটা একটা স্বপ্নের কারখানা!
দিনরাত শুধু স্বপ্ন গড়ে
স্বপ্নে ছোটে, স্বপ্নে জাগে—–
ক্লান্তি মোছে স্বপ্নের বিছানায়!
সেই সভ্যতার প্রাতে
যেদিন প্রথম আলোয় ভেসে ছিল পৃথিবী,
প্রকৃতির তালে তালে
বন্য মানুষ দলে দলে
স্বপ্ন দেখেছিল হাজার তারার!
বাঁচার পথ খুঁজে পেয়েছিল,
মিলেছিল একটা ধ্রুবতারা !
পৃথিবীর ইতিহাস বেঁচে আছে স্বপ্নে
স্বপ্ন দেখতে ছেড়োনা আর
যা তোমার গর্ব অহংকার
এক এক করে উঠেছে স্বপ্নে
হাজার ঘুমহীন রাত!
সাহিত্য বিজ্ঞান দর্শন
প্লেটো এরিস্টোটল নিউটন—–
স্বপ্ন দেখেছিল সারা সারা রাত
সৃষ্টির ইতিহাসের আকাশ জুড়ে
ধ্রুবতারা হয়ে আজো জ্বলজ্বল করে।
স্বপ্ন সেটা
যা ঘুম ভাঙ্গার গান
শুধু তাড়িয়ে বেড়ায়
দিনরাত শুধু স্বপ্ন দেখায়!
লেখক পরিচিতি::বারিদ বরন গুপ্ত, মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন।