
জীবন এখানে জীবন নিয়ে বাঁচে
বারিদ বরন গুপ্ত
আজ জীবনের পথ গুলো থমকে দাঁড়িয়ে!
চারিদিক বিভীষিকার ছায়া
জীবন এখানে জীবন নিয়ে বাঁচে
কায়াহীন এক ছায়া!
জীবন এখানে স্তব্ধ -ত্রস্থ
অনুভূতিহীন দেশ,
ছন্দহীন পথে দিনরাত
কিনারা মেলেনা শেষ!
“জীবন ‘এখানে জীবন কেড়ে হাসে
ভাবে পৃথিবীর দর্শন!
ধর্ম এখানে অধর্মের পথে
দুনিয়াটা ভন্ড তপস্বীর আশ্রম!
জীবন এখানে কানা গলি এক পথ
আলো-আঁধারিতে ঢাকা,
জীবন এখানে গতিশীল এক কায়া,
রিমোট হাতে খবরদারি কর্পোরেট দুনিয়া!!
লেখক পরিচিতি::বারিদ বরন গুপ্ত, মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন !