
যে পথ শেষ হবে না কোনো দিন
বারিদ বরন গুপ্ত
যে পথ শেষ হবেনা কোনদিন
সেই পথ ধরে চলেছি
সেই কবে থেকে
ইতিহাসের পাতাগুলো উঁকি মারে
বুনো সভ্যতার প্রাতে!
এই পথ ধরে চলে গেছে অনেকেই
ফিরে আসেনি কোন কালে,
শুধু চলা আর চলা
সঙ্গীসাথী হীন মায়াবী আলোয় জড়িয়ে
শুধু দিগন্ত রয়েছে পড়ে।
ঠিকানা কোথায়?
কেউ বলতে পারেনি কোন কালে,
শুধু আধারেতে গেছে হারিয়ে।
পৃথিবীর দর্শন স্বপ্নে মোড়া,
পৃথিবীর আলোকিত মানুষেরা
স্বপ্ন দেখেছিল সারা সারা রাত !
ঘুমাতে দেয়নি স্বপ্ন
একের পর এক,
খুঁজেছিল আলোর ঠিকানা !
রুশো প্লেটো আরিস্টোটল মার্কস
শত শত আলোকিত স্বপ্নের ভরে
পৃথিবীর দর্শন উঠেছিল গড়ে!
বেঁচে আছে পৃথিবী
আলোকিত প্রাণ!
হাজার হাজার আধার হারিয়ে
শপথ নিয়েছে অনির্দিষ্টের পথে
পৃথিবীর ইতিহাস, পৃথিবীর দর্শন
এখনো আকাশে জ্বলজ্বল করে!!
পরিচিতি:: বারিদ বরন গুপ্ত,মন্তেশ্বর পূর্ব বর্ধমান, কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন