
পৃথিবীর দর্পণে বিস্মৃতির পাহাড়
বারিদ বরন গুপ্ত
অনেক নদী শুকিয়ে যায়
অনেক পথ হারিয়ে যায়
অনেক গল্প ফুরিয়ে যায়
অনেক অনেক—-ইতিহাস
বয়ে বেড়ায় চাপা পড়া সভ্যতা!
কত স্মৃতি কত কথা
কত স্বপ্ন কত ব্যথা
দিনে দিনে গড়ে তোলে
বিস্মৃতির পাহাড়!
তবুও বাঁচে পৃথিবী
শুধু স্বপ্ন দেখে
যুগে যুগে গড়ে তোলে ইতিহাস—–
চাপা পড়া সভ্যতা!!
ওই শোনো কান পেতে হারানো সব
গল্প কাহিনী রূপকথা!
হাজার বছর জড়িয়ে
নিরবে বলে চলেছে
হরপ্পা,——মেসোপটেমিয়া সভ্যতা!!
ওই দেখো পৃথিবীটা রয়েছে দাঁড়িয়ে
বারিদ বরন গুপ্ত
আমি পৃথিবীটা দেখবো
জীবন টা খুঁজবো
আধারের বিছানায় আলোগুলো মাখবো!
ওই দেখো !
দিকবিদিক চতুর্দিক
উড়ে আসে স্বপ্ন
দৌড় দৌড় রুদ্ধশ্বাসে
ধরবো, মরবো, তবু ছুটবো!
মরুভূমির মরীচিকার ইতিহাস খুঁজবো!
পৃথিবীর পথ গুলো ছুটে গেছে
দূরে ! দূরে——– বহু দূরে
সর্বহারা পৃথিবীটা গেছে হারিয়ে !
চলো যাই হাত ধরে
আঁধারের পথ বেয়ে
ওই দেখো পৃথিবীটা রয়েছে দাঁড়িয়ে !
পৃথিবীটা দৌড়ায় তাগিদে
বারিদ বরন গুপ্ত
সূর্যের এক কনা শক্তি
পৃথিবীটা গড়েছিল তাগিদে
দিন রাত রাতদিন ঘুরপাক
পৃথিবী ও দৌড়ায় তাগিদে!
প্রানটা আছে বলেই বাঁচা,
জীবনটা বাঁচার তাগিদে
গতি আছে তাই নদী,
দিনরাত ছুটে চলে সাগরে!
পৃথিবীর নব নব সৃষ্টি
সভ্যতার অমূল্য সম্পদ,
জ্ঞান বিজ্ঞান দর্শন—–
রুশো এরিস্টটল নিউটন
সবি গড়েছিল তাগিদে!
পৃথিবীর ইতিহাস
সভ্যতার পরিমাপ
সৃষ্টি ধ্বংসের মাঝেই
পৃথিবীটা বেঁচে আছে তাগিদে!!
লেখক পরিচিতি:: বারিদ বরন গুপ্ত মন্তেশ্বর পূর্ব বর্ধমান কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক সমাজ সংস্কৃতি বিষয়ক লেখালেখিতে যুক্ত আছেন।