Bandana patra

শিরোনাম – শব্দহীনা- সময়

কলমে- বন্দনা পাত্র

আঙুলে আঙুলে কথা হয়

মুখে হয় না,

অবরে সবরে দেখা হয়

সামনা সামনি নয়,

আঙুল ছোঁয় মোবাইলের স্ক্রিন।

ঠোঁটের হাসি দেখা যায় না

নাক মুখ চাপা,

মাস্কের উপর দিয়েই দু একটা কথা

সামনা সামনি এলে।

জোড়া ভুরুর মাঝে ঘূর্ণি ওঠে

চোখে তাকায় চোখ রেখে।

অভিমানী মুখ ঢেকে রেখেছে

কিছুতেই বোঝা যায় না অভিমান।

চোখ বন্ধ হয় অগোছালো রৌদ্র-প্রণয়ে

গৃহবন্দী জীবন এক সংসার-বলয়ে।

ছবি আর টাইপে বন্দী আঙুল

গল্প কবিতায় সময় বড় দামাল,

স্মৃতি-ভূমি আঙুলে আগুন জ্বেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *