BAHAUDDIN SK

জীবনের রসবোধ


বাহাউদ্দিন সেখ

জীবনে নতুন কিছু খোঁজার অক্লান্ত প্রচেষ্টা প্রাসঙ্গিক আছে । কিন্তু জীবনে কি পেয়েছি ? তা কখনো ভেবে দেখিনি। বাস্তব খুঁজতে গিয়ে কল্পনাহীন জগত! নতুন কিছু করার আগেই — ভেবে যেতে হয় অতীত আর ভবিষ্যৎ। নতুন কিছু সূচনা দেওয়ার আগেই , ঠিক করে রাখতে হয় শত শত শব্দ।

ভাবতে হয় শত শত কথা , চাওয়া পাওয়া পূর্ণতা খুঁজে যেতে হয় অপরের প্রতি। গতির ধারাবাহিক জীবন। জীবনের সবকিছুই অংশ যেন শেষের পরিপূর্ণতায় রূপ পায়। প্রেম অথবা ভালোবাসা। বেশ কিছু রসবোধ আছে । জীবনের কিছু চাওয়ার সঙ্গে যৌনতা রসের বিষ। বয়সের সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে যায় এই কঠিনতম রসবোধ।

এই দেহের রসবোধ কখনো কাউকে পৌঁছে দেয় সর্বোচ্চ শৃঙ্গের সীমানায় , আবার এই রসবোধ কখনো কাউকে পৌঁছে দেয় ধ্বংস রাজপথে। জীবনের রসবোধ শুধু সৃষ্টি করে নতুন নতুন মানুষের মনে নতুন প্রাসঙ্গিক।

জীবনের রসবোধ খুঁজতে গিয়ে খুঁজতে হয় নতুন কিছুর ফল ,ফুল — “যেমন বীজ থেকে রোপন হয় চারাগাছ , আবার চারা গাছ আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে সময় ধরে ধরে বৃক্ষে পরিণত হয়। তারপর ধীরে ধীরে রোপন করে , তার রান্নাঘর থেকে রসবোধ মানুষের তৃপ্ত ফল।

ঠিক তেমন জীবনের রসবোধ খুঁজতে গিয়ে খুঁজতে হয় জীবনে পাওয়া কষ্ট-দুঃখ-বেদনা। নতুন কিছু পরিপূর্ণতার ধারাবাহিক ঘটিয়ে যায় , বুঝিয়ে যায় , এনে দেয় নতুন কিছু ভাবনার। জাগিয়ে তোলে কখনো সৌন্দর্যের দৃশ্য। আবার কিছু স্বপ্ন মিটিয়েও দেয় এই জীবনের রসবোধ সৃষ্টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *