
নতুন দিগন্ত পথ
বাহাউদ্দিন সেখ
প্রেম ভালবাসা নিয়ে অনেক ক্লান্ত
হয়ে পড়েছিলাম ,
কখনো ভেবে দেখিনি নতুন
এক জীবন রয়েছে —
এক একটি ফুলে এক একটি মাদকতা।
যে অলসতা , যে উদাসীন ,
যে প্রেম ভালোবাসা ধ্বংসের দিকে পৌঁছায় ,
দুর্বলতা দিগন্ত পথ উদার করে ,
যে ভালোবাসায় সন্দেহ থাকে না—
এ প্রেম এ ভালোবাসা আমার জন্য নয়।
আমি একা ,
একাকী জোয়ারে ভেসে যায়।
আমি এবার নতুন দিগন্তের পথ দেখে যায়।
খুঁজে যাই নতুনের আবাস , নতুন ছায়ায়।