It still keeps me to bite
Sixty years passed by
Met each other in a sudden tide
On the road beneath the sky
In a debate hall in noisy sound
Or may be in a station
In a picnic or play gound
May be in a house in Canton,
Does one recognise the other?
In the busy season of market
Where waits his brother
One remains shutting the door
In the squabble of the road
Other waiting on the floor
Swims against the wave of sea
Dispute over nothing
But on whereabout of she
For a momental time
A piece of word in memory
Or a sudden burst of wind
Memory and Immemory
Face to face each other
Lip is kept under key
Immemory in folded hand,
Do you know me?
Memory looks up
Embraces the friend,
Must be you Ranesh
Reply sounds
I am your friend Chandresh.
ষাট বছর পর
রণেশ রায়
ষাট বছর পেরিয়ে
হঠাৎ দেখা দুজনে
কোন এক মহা বিতর্কে
বা নাম না জানা ষ্টেশনে
কোন এক পিকনিকে
হতেও পারে খেলার মাঠে,
কেউ কি চিনবে কাউকে?
ব্যস্ত জনতার হাটে
কত কথা তর্ক বিতর্ক পথে
একজন ভেতরে একজন বাইরে
ভেসে চলে কথার স্রোতে
কোন সে অজান দেশে
সাঁতরাতে সাঁতরাতে
সেই পুরোনো বেশে
পৌঁছে যায় এক মুহূর্তে
স্মৃতি বিস্মৃতির মোহনায়
হঠাৎ দমকা হাওয়া
মনের দরজাটা খুলে যায়
বিস্মৃতি করজোড়ে দাঁড়িয়ে
চিনতে পারছেন আমায়?
স্মৃতি মুখ তুলে দেখে
তুই না চন্দ্রেশ
চেনা চেনা লাগে
আরে তুই না রণেশ
শুধু একটুকরো কথার বহর
একটা দমকা হাওয়া
ফিরিয়ে দেয় ষাট টা বছর।