Ayesha Ferdous Rimi

গুহ বাবু কে…

৩০/০৮/২০২১
চট্টগ্রাম
প্রিয় বুদ্ধদেব গুহ,
এতটা মনখারাপ,ভেতরে এত অস্থিরতা প্রিয় লেখক কে হারানোর,
আপনিতো শুধু লেখক শব্দের মাঝে বন্দী নন
কখনোই না,
আপনি একজন বিস্তৃত প্রজ্ঞার অধিকারী,
সম্পন্ন সৃষ্টিশীল মানুষ।
আপনি সকল সৃষ্টিশীল লেখকদের গুরু।
আমার কেবলই এমন এক যন্ত্রনা হচ্ছে,
যেন আমি খুব প্রিয়তম অভিভাবক হারিয়েছি।
অন্তত লেখালেখি যতদূর নিয়েছে আমাকে,
আপনার জলছাপ তাতে থাকবেই,
এই কৃতিত্ব আপনারই, রাজসিকভাবেই আপনি লেখকদের লেখক,
অকবিদের ভরসা। নতুনদের নিঃসংকোচ পাঠক।
কদিন আগেও কবি জাভেদ আখতার বলছিলেন, ‘‘কবিতা কিভাবে শিখবেন?
কবিতা পড়তে থাকবেন, বিরামহীন কবিতা পড়তে থাকবেন।“
আমি আপনাকে পাঠ করছি সুদীর্ঘ ২২ বছর অথচ আপনি লিখেছেন আরও ২২ বছর আগে,
তবু আপনার খুঁজে পাওয়া ‘সত্য’ অকৃত্রিম ভাবে টিকে রইলো প্রজন্মের পর প্রজন্ম।
মাধুকরী’র আবেদন কি কোনদিন শেষ হতে পারে?
‘কোজাগর’ এর সংগ্রাম কি কখনো নিভে যাবে?
মাতৃভূমির সবুজ অঞ্চলের যে তরতাজা জীবনে বেঁচে থাকার অনিঃশেষ প্রেরণা আপনি যুগিয়ে গেছেন,
আমাদের জীবনের প্রতিটি চ্যাপ্টার তাতে উজ্জ্বলতা পেয়ে গেলো।
‘কোয়েলের কাছে’ শুনলেই তো মনে হয় প্রিয়জনের সান্নিধ্য তবে সেই প্রিয়জন পুরুষ বা নারী নয়!
শেষ পর্যন্ত –প্রকৃতি- যার মধ্যে কোন বিশেষ আপনজন,
অনেকটা মায়ের মত অবাধ যাওয়া-আসার পথ খোলাই রয়েছে সবসময়।
অশেষ শান্তির পথ খোলা রেখে, হাজারো গানের অসমাপ্ত রেশ অবশিষ্ট থাকতেই
এমন আকস্মিক বিদায়ে মন সায় দিচ্ছেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *