Ataullah Mahmood

8মোঃ আতাউল্লাহ আল মাহমুদ 

মোঃ আতাউল্লাহ আল মাহমুদ 

এই যে,কেউকি শুনতে পাচ্ছো
আমি মহাবিপদে আছি, উদ্বারের পথ দেখাও
জবাব দিলনা কেও!
তবে কি আমার কন্ঠ হল শব্দহীন?

এই যে, কেউকি শুনতে পাচ্ছো
আমি খুঁজে পেয়েছি ”বিড়াট এক গুপ্ত ধনভাণ্ডার ”
চারদিক থেকে উত্তর পেলাম,
হ্যাঁ শুনতে পাচ্ছি, ”বলো কি সাহায্য দরকার?”

কি অদ্ভুত তোমাদে শ্রবণেন্দ্রিয়!
একই ডেসিবলের শব্দতরঙ্গ
কোনটা শুনতে পাও, আবার কোনটা ফিরিয়ে দাও!

শুনতে পেলাম, কে তুমি করিতেছ চিৎকার?
আমার শ্রবণ, আমার স্বাধীনতা, আমার অধিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *