একাত্মতা
কলমে-অসীম চন্দ্র পাল
তাং- ২৪/০৮/২০২১ ইং
অসাধারণ ঔজ্জ্বল্য দেহ মনে
অপার্থিব সুখে অমলিন,
অহর্নিশি শুভকামনা তাদের তরে
যারা শোকে মলিন।
ভ্রাতৃত্ববোধ সহনশীলতা আর ক্ষমা
বাড়ায় মনের পরিধি,
মানবের কল্যাণে তটিনী বয়
নীরবে নিঃশব্দে নিরবধি।
অচেনা অজানা বনস্পতি যত
ফুটেছে পথের ধারে,
মানব কল্যাণে নিষ্পেষিত তারা
পদদলিত পথিকের পদভারে।
ভোরের শিশির সদাই নির্গত
অচেনা পথিকের মঙ্গলে,
ধন্য করে নিজের জীবন
ধূলি ধূসরিত জঙ্গলে।
পরের কল্যাণে যারা সাথী
অমূল্য সাহচর্যে দিবারাতি,
মানুষ হল প্রেমের জাতি
প্রেমেই মুগ্ধ রাতারাতি!
নিজের সাজানো বাগানের ফুলে
সাজায় মানব চরণ,
এমন অকৃত্রিম জীবন যাপন
ফুলেরা করেছে ধারণ।
মরুর বুকে কাতর শোকে
অন্তরের অসহনীয় তৃষ্ণায়,
ডাবের সুমিষ্ট জলের ধারা
মিটিয়েছে তৃষ্ণা নিষ্ঠায়।
মনুষ্য জীবন শ্রেষ্ঠ অতি
হয়নি একক সাধনায়,
প্রকৃতি আর মানুষের একাত্মতায়
মন মজেছে আরাধনায়।