অধিকার
কলমে-অসীম চন্দ্র পাল
তাং- ০৪/০৯/২০২১ ইং
তবু রেখো মনে
তবু করো স্মরণ,
অনিচ্ছায় ও অবহেলায়
তবু করো বরণ।
মনের যত কথা
রয়েছে অপ্রকাশিত যত,
শোনাতে চাই তোমায়
অধীর চাতকের মত!
বুক ভরা অভিমান
রেখো দূরে সরিয়ে,
অম্লান এই ভালবাসা
দিক বুক ভরিয়ে।
তবু থাক্ বন্ধন
হৃদয়ের বিরামহীন ক্রন্দন,
বেঁচে থাক ভালোবাসা
দুটি হৃদয়ের স্পন্দন।
তবু রাখি আশা
চাই অপার্থিব ভালোবাসা,
তবু দেখি স্বপন
দেখি দু’মনের কান্নাহাসা।
যত জমা অভিমান
হাজার বছর ধরে,
ভুলে যেও কষ্ট
নিও আপন করে।