আমারও একদিন এমন হবে।
কোনো সন্ধ্যায় বাড়ি ফিরে একা থাকবো নিজের ঘরে।সেদিন সঙ্গী হবে ছোটোবেলায় জমিয়ে রাখা পুরোনো কমিক্স বইগুলো। পাতা উল্টিয়ে পড়তে গিয়ে পেন্সিলের আঁকিবুঁকি দেখে আবেগপ্রবণ হয়ে পড়বো।
একদিন আমারও এমন হবে।
বন্ধুদের সঙ্গে পুরোনো ডেরায় যাবো, কিংবা রেস্তোরায়। সবাই মিলে দুই প্লেট চাউমিন ভাগ করে খাবো। টাকাও দেবো একসাথে। ছেলেবেলার দিনগুলোর গল্পে মশগুল হয়ে থাকবো গোটা সন্ধ্যা। তারপর বাড়ি ফিরে নিজের ডায়েরীতে দিনটা লিপিবদ্ধ করবো তুঁতে কালির পেন দিয়ে।
একদিন আমারও এমন হবে
পাড়ার থেকে দূরে কোথাও লুকিয়ে একা সিগারেটের বঙ্কিম নিঃশ্বাস ছাড়বো। মনে মনে বলবো, “নিজের কাছে এই সময় টা একান্তই ব্যক্তিগত”। ফেরার পথে কলেজের গেটে দাঁড়িয়ে থাকবো বেশ কয়েক মিনিট। মনে পড়বে সেইদিন গুলো, যেখানে বন্ধুর হাত থেকে কেড়ে কাউন্টার চলতো। একসাথে নোটস্ নেওয়ার দিন, ক্যারাম খেলার দিন… আরোও কত কী। স্কুল -কলেজের দিনগুলো বারবার rewind হবে।
একদিন আমারও এমন হবে।
অভিজ্ঞতার সঞ্চার হবে। কাজের প্রোমশন হবে। DSLR কিনবো নিজের টাকায়। কোনো কোনো সময় আমার বুদ্ধি আমারই বিরুদ্ধে কাজ করবে। বিয়ে করবো না। একাই টাকা জমিয়ে পরিবারের সাথে World tour করবো।
তারপর বয়স হবে। দ্যাখার কেউ থাকবে না। বৃদ্ধাবাসে কাটাবো বাকি জীবন। একাই খাবো , লোকে আড়ালে কিপটে, স্বার্থপর বলবে। রেড়িও তে গান শুনে যাবো। তারপর মায়া ছিন্ন করে চলে যাবো। শেষ সময়ে কোনো সহৃদয় ব্যক্তি নিশ্চই দাহ করবে।
একদিন আমারও এমন হবে।।
একদিন আমারও এমন হবে।।
অর্চিত বোস।।
[নিজস্ব রচনা]।।