Ankita Dey

অঙ্কিতা দে (1)

অনলাইন পড়াশোনার

স্বপক্ষে ও বিপক্ষে

কিছু নিজেস্ব মতামত

অঙ্কিতা দে

          আমরা সকলেই কঠিন পরিস্থিতি এর জন্য বাড়ি বসেই আমাদের যাবতীয় কাজ কর্ম করেছি।পড়াশোনা, অফিসের কাজ ইত্যাদি সব ই।

আমাদের সব কিছুই যেন অনলাইন হয়ে গেছিলো।বলতে গেলে আমাদের জীবন টা যেন অনলাইন চালিত ছিলো। অনলাইন পড়াশোনা তে যেমন আমাদের সুবিধা হয়েছে, ঠিক সেই ভাবে আমাদের অসুবিধাও হয়েছে অনেক। সবার ক্ষেত্রে অনলাইনে পড়াশোনার জন্য ফোন কেনার টাকা নেই।

কিন্তু তারা অনেক কষ্ট করে সেটা যোগার করছে।অনলাইন পড়াশোনা তে ছাত্র ছাত্রী দের মধ্যে আলসেমী টা অনেক অংশে বেড়ে গেছে।পড়ার আগ্রহ কমে গেছে।ফলে তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আবার নেটওয়ার্ক সমস্যা এর জন্য ক্লাস বন্ধ থাকছে ফলে কিছু টা পড়া পিছিয়ে যাচ্ছে।কারোর কারোর আবার পড়া বুঝতে সমস্যা হয়।যে টা স্কুল বা কলেজে বসে হলে সেই সমস্যা টা হতো না।

   অনলাইন পড়াশোনা তে যে শুধু আমাদের খারাপ দিক আছে তা নয়।এর কিছু ভালো দিক ও আমরা পেয়েছি। বাইরের মরণ রোগ থেকে নিজে দের বাঁচার তাগিদে আমরা ঘরে ছিলাম,স্কুল,কলেজ সব বন্ধ।কিন্তু তাও আমাদের পড়াশোনা থেমে থাকেনি। আমরা পরীক্ষা অনলাইন দিয়েছি। যদি সেই ব্যবস্থা না করা হত তাহলে হয় তো অনেক ছাত্র ছাত্রীর বছর নষ্ট হত।








https://bangla-sahitya.com/post/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *