দ্বিত্ব আঁচল
প্রবক্তা সাধু,
(স্বরবৃত্ত)
————
আঁচলখানি বিছায় মাগো
ঘুম পাড়াতে মাটির পরে,
এখন তুমি কেমন আছো
অন্ধকারে মাটির ঘরে।
তোমার আঁচল ছাঁয়ে মাগো
আমার জীবন কাটতো সুখে,
আঁচলখানি হারায় আজি
ভুগছি আমি চরম দুখে।
তোমার আঁচল ধরাতলে
রাখছে আমায় নিরাপদে,
এখন হোঁচট খাই প্রতিদিন
চলতে পথে পদে পদে।
যাবার আগে আমার হাতে
অন্য আঁচল ধরায় দিয়ে,
বুঝিনি মা চলে যাবে
হঠাৎ করে বিদায় নিয়ে।
সেই আঁচলে আছি বাঁধা
দুঃখ সুখের বাসর মাঝে,
তার শাসনে তার আদরে
উঠি বসি সকল কাজে।
———————-
২৬/১১/২০২১