ঠিকানা
———-
নীড়ে ফেরা ঠিকানাটা খু্ঁজিনা কো আর
মায়া ত্যাজি হয়েছি তো আমি যাযাবর।
ভালোবেসে যাকে নিয়ে বেঁধেছিনু ঘর
তার চোখে আজ আমি হয়ে গেছি পর।
সবকিছু দিয়েছিনু হয়ে তরুরাজ
আমারই রাজ্যে আমি হারিয়েছি তাজ।
আমারো ঠিকানা ছিলো ভুলে গেছি আজ
নিয়েছি আপন করে ভবঘুরে সাজ।
কেড়েছে ঠিকানা কতো পাষাণ হৃদয়
জানিনা মানুষ কেনো এমন নির্দয়।
হারিয়ে ঠিকানা কেউ হয়েছে বিলীন
জীবন হয়েছে কারো করুণ মলিন।
ভবের ঠিকানা কারো চিরস্থায়ী নয়
এখন তোমার পরে অন্য কারো হয়।
——————–
১২/১২/২০২১ প্রবক্তা সাধু।