Alamgir Syed Shahjada

ছন্দহারা,
————
জীবনের সপ্ত সুর রিক্ত ছন্দহারা
গগন সীমা সুদূর লুপ্ত সন্ধ্যা তারা।
ছন্দহারা নদীবক্ষে সুপ্ত স্রোতধারা
প্রেমের চারণ অক্ষে গুপ্ত চিহ্ন মারা।

বাদল মুখর দিনে ছন্দহারা রাতে
প্রণয় দিওনা ঋণে শুন্য দু’টি হাতে।
ছন্দহারা পৃথ্বী মাঝে সূর্য হারা প্রাতে
ছিন্ন তারে বাদ্য বাজে মিথ্যে মন্ত্র সাথে।

উদয় অস্ত ক্রীড়ায় লিপ্ত ভানুমতী
যদিবা ছন্দহারায় শক্ত পরিণতি।
ছন্দহারা হলে হবে নিঃস্ব বসুমতী
চলার ধারায় রবে মুক্ত মতিগতি।

ঘূর্ণী পাকে দুর্বিষহ ছন্দহারা মন
তাল লয়ে ছন্দসহ আছে প্রয়োজন।
————————
১০/১২/২০২১ প্রবক্তা সাধু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *