নীল বিষ,
প্রবক্তা সাধু।
——————
কিছু কিছু বেদনা যা ভাষা খুঁজে পায়না
কিছু কিছু বেদনা যা মুখে বলা যায়না।
পুরুষেরা বেদনাটা বুকে চেপে রাখে
যেনো কিছু হয়নি সে ভাব ধরে থাকে।
নারীদের মায়া বেশি ব্যথা পেলে কাঁদে
বেদনারা তবু তার মনে বাসা বাঁধে।
কিছু কিছু বেদনা যা আঁসু হয়ে ঝরে
কিছু কিছু বেদনা যা হাসি মুখে ধরে।
গরীবেরা বেদনার কি বা আর বোঝে
সীমাহীন অভাবের মাঝে সুখ খোঁজে।
নেতাদের মিছে কথা খাঁটি বলে ভাবা
বেদনার নীল বিষে সেথা মারে থাবা।
কিছু কিছু বেদনা যা আমরণ থাকে
কিছু কিছু বেদনা যা শুধু কাছে ডাকে।
বিধাতার কি বা দোষ মন দিয়েছিলো
বেদনার অনুভূতি সেটা কেনো দিলো।
পিপাসা কি দূর হবে বেশি নোনা জলে
পিয়াসীর কাছে পুছো ব্যথা কাকে বলে।
————————
০৯/১২/২০২১