খেয়াল করিনি তুমি,
(চতুর্দশপদী/অক্ষরবৃত্ত/মাত্রাবৃত্ত)
————————–
খেয়াল করিনি তুমি এতো কাছে ছিলে
মনের গভীরে বড়ো জাগা করে নিলে।
চোখের নজরে কভু পড়েনি তো ছাঁয়া
কোথায় লুকাবো আমি অপরাধী হায়া।
খেয়াল করিনি তুমি পাশে পাশে থেকে
আমার হৃদয়ে নানা সুধা গেছো রেখে
জীবন সাগরে তুমি দিশা তরী হয়ে
আমায় নিয়েছো তুমি বুকে ধরে বয়ে।
যখন খেয়ালে এলে দেরি হলো বুঝি
আঁধার গগনে মিছে ভানুমতী খুঁজি।
তিলেক ফিরায়ে দিতে উতালা এ মনে
রোদন মানেনা বাধা ঝরে ক্ষণে ক্ষণে।
আবার হবেনা ফেরা ফেলে আসা তীরে
আমায় রাখিয়া ঋণী একা গেছে ফিরে।
———————–
০৮/১২/২০২১ প্রবক্তা সাধু