অবিরাম বাজে,
(চতুর্দশপদী)
——————
অবিরাম চলিতেছি গলি রাজপথে
ঠিকানাটা খুঁজিতেছি নানা জনপদে
কখনো সাগর নদী কখনো বা হ্রদে
নভোযান জলযান পায়ে আর রথে।
অবিরাম ধোঁকা খাই নানাবিধ মতে
কেউ বলে ডানে-বামে অধঃ নয় উর্ধ্বে
কেউ বলে বাহিরেতে কেউ বলে মধ্যে
মনে ভাবি এইবার হলো বুঝি ফতে।
অবিরাম ত্রাসে থাকি নানা নসিহতে
এটা মানা ওটা মানা মানা নানাপদে
ঠেলে দিয়ে ধরে রাখে তাই ভুগি গদে
পুরোপুরি ঠিক তবু কুড়ি পাই শতে।
অবিরাম অবসর অবিরাম কাজে
তারহীন তানপুরা অবিরাম বাজে।
———————
০৭/১২/২০২১