তেপান্তরের মাঠ,
প্রবক্তা সাধু।
—————–
হিজলতলীর বিল পেরিয়ে তেপান্তরের মাঠ
মাঠের পাশে কাজলা নদী পারাপারের ঘাট,
ঘাট পেরিয়ে ওপার গেলে উজান চরের হাট
হাটে আছে হরেকরকম মালের দোকানপাট।
তেপান্তরে মাঠের মাঝে হিজল গাছের ছাঁয়ে
বাজায় বাঁশী রাখাল ছেলে চৈতী গরম বায়ে,
সুর ভেসে যায় অনেক দূরে বনমালীর গাঁয়ে
সেদিকপানে ধায় বঁধুয়া আলতা রাঙা পায়ে।
তেপান্তরের মাঠে ছিলো ডাকাত দলের ঘাঁটি
তাদের ছিলো ছুরি চাকু মোটা বাঁশের লাঠি,
মানিক রাজা মেরে তাদের দিছে চাপা মাটি
এখন সেথা ফোটে অনেক মনমাতানো ঝাঁটি।
———————-
২৯/১১/২০২১