গল্পটা,
———
গল্পটা এমনও হতে পারতো, তুমি ফিরে এলে
বন্ধ খিড়কিতে ঘনঘন করাঘাত অকস্মাৎ
চকিতে থেমে গেলো বোবাকান্না
নয়ন নিবদ্ধ হলো উৎস অভিমুখে,
দুরুদুরু বুকে গুটিগুটি পায়ে দাড়ালাম
তক্ত পর্দার এপাশে, শুধালাম কে?
কিছুক্ষণ সুনসান নীরবতা অতঃপর
ফিসফিসিয়ে ওপাশ থেকে বলে উঠলে
এই দ্যাখো আমি ফিরে এসেছি দ্বারে
গ্রহণ করো ধুয়ে দাও সব তবো নয়ন জলে।
———————————————
২৫/১২/২০২১ প্রবক্তা সাধু।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika