ক্ষরণ
——–
না কাটলেও হয় রক্তক্ষরণ
হৃদয়ের গহীন অভ্যন্তরে,
বিনা আঘাতের অসহ্য ব্যথা
সজল কিম্বা অশ্রুহীন প্রকাশ।
দৃশ্যমান কিম্বা অদৃশ্য আবেগ
ভালোবাসার প্রগাঢ়তার রূপ,
একবিন্দু নোনা জল কিন্তু ব্যর্থ
ক্ষরণের প্রকৃত মাত্রা নিরূপণে।
হারানোর বেদনা কতটা বিধুর
পাষণ্ডও হয়তোবা বোঝে,
জাহিরের মাধ্যমটা ভিন্ন ভিন্ন
নীরবতা নয় কঠিন অন্তঃকরণ।
অনুভূতি শুধুই অনুভবের বিষয়
বিনা অনলেও মন পুড়ে ছাই হয়
তেলহীন চেরাগের সলতেটা পোড়ে
তবু্ও পুনঃপুনঃ জ্বালাবার প্রয়াস।
ক্ষরণের মাত্রা ভুক্তভোগী জানেনা
কারণ গুলো হয়তোবা অনুমিত
কে থামাবে ক্ষরণের প্রবাহ
প্রদাহ অনুরণিত হয় আজীবন।
—————————————-
২২/১২/২০২১ প্রবক্তা সাধু।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika