বন্ধু শামীম,
—————
শোকাহত হতে হতে হৃদয় পাথর
মেখেছি বন্ধুর লাশে লোবান আতর।
জানাজা পড়ে তাকে দিয়েছি কবর
অনেক কেঁদেছি কাল কে রাখে খবর।
তুমি ছিলে সাদাসিধা আসল মানুষ
তবো তুলনায় আমি ফোলানো ফানুস।
শামীম ফকির নামে ছিলে পরিচিত
তোমার হৃদয় ছিলো নভো অবারিত।
এজগতে এলে তাকে চলে যেতে হয়
তবুও কিছু যাওয়া স্বাভাবিক নয়।
কাহারো গমন মনে দাগ কেটে রয়
জীবনের বাকী দিন খুব ব্যথাময়।
কথা ছিলো সুখেদুখে রবো চিরদিন
চলে গেলে একা ফেলে না শুধেই ঋণ।
তবু দুয়া করি বন্ধু তুলে দু’টি হাত
দয়াময় দেয় যেনো তোমায় নাজাত।
প্রতিদিন মোবাইলে হবেনা তো কথা
মনে পড়ে ক্ষণে ক্ষণে কি ভীষণ ব্যথা।
এতদিন সশরীরে ছিলে তুমি যথা
বেদনার হাহাকার শুনি আমি তথা।
———————————
২০/১২/২০২১ প্রবক্তা সাধু।