আসবে খোকা ফিরে,
(স্বরবৃত্ত)
————
বিজয় নিশান উড়ায় ঘরে
ফিরলো কতো ছেলে,
পথের পানে তাকায় মাতা
অধীর নয়ন মেলে।
বুকের মানিক যুদ্ধে গেছে
ওই নিশানের তরে,
নিশান এলো জাদু সোনা
আর এলোনা ঘরে।
যাবার কালে বললো খোকা
শত্রু নিধন শেষে,
বিজয় নিশান তোমার হাতে
তুলে দেবো এসে।
আমন চালের ভাত রেঁধেছে
পালং পুটির ঝোলে,
খোকা বেজায় খুশী হতো
বেগুন ভর্তা হলে।
যুদ্ধ শেষে ফিরলে খোকা
রূপসী এক দেখে,
পুত্রবধূ বানায় তাকে
দেবেন ঘরে রেখে।
বাংলা মায়ের অনেক স্বপ্ন
এই ছেলেকে ঘিরে,
এখনও মা আশায় আছেন
আসবে খোকা ফিরে।
——————————
১৮/১২/২০২১ প্রবক্তা সাধু।