স্বদেশ আমার।
——————–
অর্ধশতক বছর গেলো হায় বয়ে
স্বদেশ আমার তবু আছি পর হয়ে।
স্বাধীনতার সুফল কিন্তু পেলাম না
পাওয়ার মতো যোগ্য বুঝি হলাম না।
অনেক কষ্টে বুকের ব্যথা বুকে চেপে
চলন বলন করি সবি মেপে মেপে।
এমন স্বদেশ যেথা আমি পরবাসী
পরাধীনের মতই হেথা কাঁদি হাসি।
যে করেছো কুক্ষিগত সোনালী ফসল
দিতে হবে মনে রেখো সুদ ও আসল।
ইস্তেহারে যা যা ছিলো তেমনই চাই
পালিয়ে যাবার রাস্তা কিন্তু খোলা নাই।
জন্মভূমি মাতৃভূমি আমার স্বদেশ
রক্তে কেনা স্বাধীনতা প্রিয় বাংলাদেশ।
—————————————
১৬/১২/২০২১ প্রবক্তা সাধু।