জয় বাংলার গান,
———————-
যে গানের সুরে মেতে বাঙালী জাতি
হয়েছিল রণাঙ্গনে অকুতোভয়,
সে গানটি প্রিয় ছিলো সকলের অতি
জয় বাংলা বাংলার জয়।
হানাদার মনে ছিলো এই গানে ভীতি
জেগেছিল মনে তার খুব সংশয়,
এই গানে বাঙালির বুক ফুলে ছাতি
জয় বাংলা বাংলার জয়।
গোলামীর জিঞ্জির ভাঙতে এ গীতি
দিয়েছিল সকলের মানসে অভয়,
বিজয়ের সংগ্রামে উঠেছিলো মাতি
জয় বাংলা বাংলার জয়।
আপামর বাঙালির এসেছিল মুক্তি
অর্জিত হয়েছিল বিশাল বিজয়,
একাত্তরের সংগ্রামী সকলের প্রতি
জয় বাংলা বাংলার জয়।
——————————–
১৪/১২/২০২১ প্রবক্তা সাধু।