প্রেমের আবেশ,
——————–
আবেশে ভাসিনু যবে তুমি এলে ঘরে
খুশীতে গাহিনু গীত চাঁপা নীচু স্বরে।
বাসরে বসিয়া ছিলে ঘোমটার আড়ে
ফুলেরা নয়ন মেলে সৌরভও ছাড়ে।
আবেশে মুদিয়া আঁখি মুখ হাঁটু ভাঁজে
আলতা নূপুর পায়ে বসেছিলে লাজে।
কাতান শাড়ীটা লাল পাড় যেন সোনা
ওড়না দারুন ছিলো জরি দিয়ে বোনা।
সুখের আবেশে তাই দুরু দুরু বুকে
কম্পিত আঙ্গুল রাখি তোমার চিবুকে।
দেখিয়া বদন রূপ আমি দিশেহারা
তুমি কি মানবী নাকি স্বর্গের অপ্সরা।
আজও তেমনি আছো মুখে সদা হাসি
মনে রেখো প্রিয়তমা খুব ভালোবাসি।
——————————
১৩/১২/২০২১ প্রবক্তা সাধু।