অনুভূতি,
————
অনুভূতি মরে গেছে বিবেকের সাথে
নিজেকে সঁপেছি আজ আঁধারের হাতে।
বরফের মতো সাদা আলোহীন চোখে
জ্বালাপোড়া হয়নাতো যদি কিছু ঢোকে।
হৃদয়ের ধুকধুকী শুনিনাতো কিছু
আমি শুধু টাকা চিনি ঘুরি তার পিছু।
মড়াভূক শকুনেরা আজ মম সাথী
জিরাফের গলা দেহ অতি ভারী হাতি।
যতো বড়ো হই আর যা কিছুই করি
একদিন খেয়াঘাটে হবে গড়াগড়ি।
খালি হাতে এসে ভবে যাবো খালি হাতে
পার হবো সেই কড়ি কিছু নেই সাথে।
বিবেকের বাতি জ্বালো মরণের আগে
ফিরে পেতে অনুভূতি ইচ্ছেটাই লাগে।
——————————
১২/১২/২০২১ প্রবক্তা সাধু।