
অসুখ
আকাশ পাতর
সভ্যতার আপাদমস্তক গিলছে এক ভয়ঙ্কর অসুখ
সমাজের সমস্ত পত্তন আজ পতনের কাছে অবনত,
ক্ষমতার ঔদ্ধত্যে ওরা আজ গণতন্ত্রের বস্ত্রহরণ করে
অভিশপ্ত রাজতন্ত্রের ঘৃণ্য অসুখে ঢাকছে সমাজ;
গণতন্ত্রের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিবি-সাহেব-টেক্কারা
গোলাম নিয়ে দাসত্বের কর্কশ অসুখ তৈরীতে ব্যস্ত।
দুর্ভিক্ষের গোলকধাঁধায় সমাজকে নিক্ষেপ করে
ওরা বিলিতি সুরার চোখে মৃত্যুর পৈশাচিক খেলায় হাসছে।
কৃত্রিম অসুখের বিষাক্ত থাবায় ওরা রাজতন্ত্রের জয়গান চায়
বাস্তবতার সমস্ত প্রতিবাদী কন্ঠ ওরা স্তব্ধ করে দিতে চায়
ক্ষমতা আর রাজদন্ডে সত্যকে শৃঙ্খলিত করতে চায়
ওরা চায় সভ্যতাকে ওদের নির্মম খেলার পুতুলে রূপান্তর
সমাজের সমস্ত সজীবতা মরূভূমিতে ঢেকে দিতে চায়,
ওরা চায় সভ্যতাকে পোড়া মাংসের পিন্ডে পরিণত করতে
লোলুপ দৃষ্টিতে ওরা চায় ফিনিক দেওয়া রক্তের স্বাদ,
এভাবেই সমাজের সমস্ত রক্ত নিঃশেষিত হয়ে যাবে কি