
হঠাৎ দেখা
অজিত বৈরাগ্য
এই পৃথিবীর গোলক ধাঁধায়
নিত্য নতুন বন্ধু জোগায় ।
কে বা ভালো কে বা মন্দ
তাতেও আবার বড়ো সন্দেহ।
জীবন যেন ভাঙা গড়া
মাঝ নদীর ওই,আস্ত চড়া ।
তবু যেন রং লেগে যায়
মনের মাঝে সাতটি রঙে।
হঠাৎ দেখা হঠাৎ করে
বন্ধু হয়ে ওঠলে পড়ে ।
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
হঠাৎ দেখা
অজিত বৈরাগ্য
এই পৃথিবীর গোলক ধাঁধায়
নিত্য নতুন বন্ধু জোগায় ।
কে বা ভালো কে বা মন্দ
তাতেও আবার বড়ো সন্দেহ।
জীবন যেন ভাঙা গড়া
মাঝ নদীর ওই,আস্ত চড়া ।
তবু যেন রং লেগে যায়
মনের মাঝে সাতটি রঙে।
হঠাৎ দেখা হঠাৎ করে
বন্ধু হয়ে ওঠলে পড়ে ।