
১৭ কোটি বলছি
আহবাব হাসনাত
১৯২০ সালে জন্ম এক গ্রামে,
চেনে সবাই খোকা নামে।
নেতা যে বাংলার প্রাণ,
সবাই করে সম্মান।
চেতনা ১৭ কোটি বুকে,
কেঁদেছেন সুখে-দুঃখে।
৫৬ হাজার বর্গমাইলে ভালোবাসা অবিরাম,
তিনিতো জাতির পিতা শেখ মুজিব নাম।
আমার স্বপ্ন আশায় সাহসের নাম তিনি,
চিরটিকাল তার কাছে হলাম ঋণী।
জীবনটা ছিল চেতনার,
শেষটা হলো বেদনার।
হত্যাকারীর নারকীয় থাবায়,
স্বপ্ন এবার থমকে দাঁড়ায়।
যতদিন দেহে আছে রক্ত বহমান,
ততদিন চেতনায় তুমি রহমান।
উৎসর্গ
মহানায়ক বঙ্গবন্ধু