বুদ্ধিজীবী মতি
আবু সাইদ কামাল
‘গায় মানে না
আপনিই মোড়ল’ সাজে
অহমিকার
আচরণ তার বাজে।
বিজ্ঞ বলে
নিজকে করে জাহির,
অস্বচ্ছ তার
ভিতর এবং বাহির।
বেশি কথা
বলে ভড়ং ধরে,
ফাঁকাবুলি
ধরা তাতে পড়ে।
জ্ঞানী-গুণী
ভাবে নিজকে মতি,
নিন্দাবাক্য
ঝাড়ে পরের প্রতি।
অন্যদেরকে
তুচ্ছ ভেবে খুশি,
স্বপ্রশংসায়
থাকে না তার হুঁশই।
নিজে নিজকে
বলে বুদ্ধিজীবী,
এতে নাখোশ
তারই ঘরের বিবি।