Abhisek Saha

# অণুগল্প — মজা
# গল্পকার — অভিষেক সাহা
🍁
” ভারতী বোস। গৌতম গোত্র। ” পুজোর ডালাটা পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে নরম গলায় মাঝবয়সী মহিলা বলল।
” তোরা তো সরকার ! আবার বোস হলি কবে থেকে?” আশ্চর্য হয়ে পাড়ার প্রবীণ পুরোহিত জিজ্ঞেস করলেন।
” আমি তো সরকারই ! ময়না সরকার। ভারতী আমার পাশের বাড়ি থাকে। ডেঙ্গু হয়েছে। হাসপাতালে ভর্তি। ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে, সেজন্য পুজো দিতে এসেছি।” ময়না উত্তর দিল।
” তোদের তো সাপ- নেউলের সম্পর্ক। তা ওর নামে শিব ঠাকুরের কাছে পুজো দিলি কেন? ” পুরোহিত হালকা হেসে জানতে চাইলেন।
ডালা হাতে নিয়ে, ঠাকুর প্রণাম সেরে, ময়না সাবলীলভাবে বলল ” ভারতীর সাথে ঝগড়া করার মজাই আলাদা !”

0012.png

sahitya patrika

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *