Abhisek Saha

# কবিতা — উল্টোরথ
# কলমে — অভিষেক সাহা

সকাল থেকে মনটা ভীষণ খারাপ
মেঘগুলো সব যেন জমেছে মনজুড়ে
অন্ধকারে বন্ধ ঘরে একা থাকলে যেমন
সূর্যর আজ চলছে সকাল থেকে তেমন

জগন্নাথ আজ ফিরছেন নিজের বাড়ি
মাসির বাড়ি আনন্দ করার শেষে
শুধু সূর্য নয়, আছে আরো একজনও
রথ সাজিয়ে রয়েছে আকাশ পানে চেয়ে

মায়ের কাছে অনেক বায়না করে
সাজিয়েছে রথ, বাবার আদর নিয়ে
শুধু আকাশ জুড়ে মেঘ জমেনি আজ
মেঘ ভিড় করেছে ছোট্ট খোকার মনে

যদি আকাশ পাল্টে ফেলে রঙ, সন্ধ্যাবেলা
ঝমঝমিয়ে বৃষ্টি নামে চারদিকে
ছোট্ট খোকা পারবে কি আনতে যেতে
জগন্নাথকে মাসির বাড়ি থেকে

মাসির বাড়ি অন্য কোথাও নয়
নিজের বাড়ির অন্য একটা ঘর
তবু, সে ঘর থেকে বন্ধু সাথে নিয়ে
ঘুরিয়ে আনতে হবে বড় রাস্তা থেকে

পাঁপড় ভাজা, জিলিপি আরও কিছু
যা সব ইচ্ছা আছে মিটিয়ে হবে খেতে
মেঘগুলো যদি কাজল কালো হয়
সব কিছুই যাবে বৃষ্টি জলে ভেসে

উল্টোরথ মানে তো উল্টোপাল্টা নয়
উল্টোরথ মানে নিজের কাছে ফেরা
জগন্নাথ তো আছেন সবার মনে সদা
শুধু শিশু-মন না মানে এই সহজ কথা

1 thought on “Abhisek Saha”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *