আবদুল মান্নান
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হত্যা
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিন যে আবে একটি নির্বাচনী প্রচারনায় ভাষনদান-কালে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা এগারোটার পর আবেকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছুঁড়া হয়।
দুইবারের জনপ্রিয় এ সাবেক প্রধানমন্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে বিশ্বনেতারা গভীর শোক জানাচ্ছেন।