A K Sarker Shaon

ফুলকুমারী
এ কে সরকার শাওন

ফুলকুমারী ফুলেশ্বরী
এসো কবিকুঞ্জের কুঁড়ে!
বাতাসে ভেসে মেঘের ভেলায়
আকাশের বুক চিড়ে!

সাঝের বেলায় এসো নাকো
মোর মিনতি মেনো!
রক্ত আলপনায় ফুলযান
আটকে যাবে জেনো!

গভীর রাতে এলে বুঝবে
আঁধারের কতো রূপ!
ভালোবাসার ঝলকানিতে
কবিকুঞ্জ হবে অপরূপ!

চুপিসারে আসলেও জানবো
তোমার পদধ্বনি শুনে!
বুকের মাঝে নিত্য বাজে
যা সুরের অনুরণনে!

কুঞ্জের মাঝে ফুলের সাজে
লুকিয়ে থাকো যদি!
কাঠ গোলাপ খোঁপায় গুঁজে
খুঁজে নিবো জলদি!

কানে দোলাবো হলুদ করবী
গলে মাধবীর মালা!
শত ফুলের সমাহারে
সাজাবো বরণডালা!

বাতাস গাইবে আগমনী
বিজলি বাজাবে বাজি!
অবলোকনে বিমুগ্ধ, তন্ময়
চাঁদ, গ্রহ, তারারাজী!

কবিতাঃ ফুলকুমারী
কাব্যগ্রন্থঃ আপন আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
৭ মে ২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *