১৬ ই ডিসেম্বর

নয় মাসের এক রক্তক্ষয়ী 

মুক্তিযুদ্ধের পরে 

বিজয়ী হলো বাঙালি জাতি 

১৬ ই ডিসেম্বরে।

হিংস্র, জানোয়ার, হায়েনার দল নিতে  চেয়েছিল কেড়ে 

বাংলাদেশের মাটি 

শাসন নিপীড়ন অত‍্যাচার আর

পেটে মেরেছিল লাথি।

৭ ই মার্চের বজ্রকন্ঠী ভাষনে 

বঙ্গবন্ধু বসিয়েছিলেন আমাদের 

বিজয়ীরই আসনে।

স্বাধীন জাতি, স্বাধীন স্বদেশ

স্বাধীন তাদের হাসি

সকল বাঙালি চায় 

এবার হোক 

বঙ্গবন্ধুর হত‍্যাকারীদের ফাসি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *