হয়তো তোমারই জন্য – মুক্তি দাশ

 

[post-views]

 

[printfriendly]

 

(সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে) 

ডাক এলেই যেতে হবে? এই যাওয়াটা কি
এতই জরুরি? এখনো অনেক কিছুই বাকি
থেকে গেল এই জীবনের শেষবেলায়,
হয়তো সবকিছুই – যা পেয়েছ তুমি হেলায়।
দেওয়ারও তো আরো কিছু ছিল যে তোমার
আমাদের অতৃপ্ত মন চেয়েছে যা বারবার।
হয়তো তোমারই জন্যে শোক ও বেদনাকে  
বলে দিয়েছি যেন তারা দূরত্ব বজায় রাখে।
এইটুকু সান্ত্বনা নিয়ে তবে ভালো থেকো মন –
চলে যাওয়া মানেই তো নয় পৃষ্ঠপ্রদর্শন!
মুক্তি দাশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *