হয়তো একদিন

• হয়তো একদিন
আকাশ তালুকদার
.
হয়তো একদিন পৃথিবীর সকল সৌন্দর্য মিশিয়ে বলবে, ‘ভালোবাসি’!
হয়তো একদিন পৃথিবীর সকল আবেগ নিয়ে বলবে, ‘ভালোবাসি’!
হয়তো একদিন একবুক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে বলবে, ‘ভালোবাসি’!
হয়তো একদিন সত্যিই আমাকে ভালোবেসে বলবে, ‘ভালোবাসি’!
..
হয়তো সেদিন আমার উত্তর হবে শুধু একটুখানি মুচকি হাসি
তুমি হয়তো আশ্চর্য হয়ে যাবে আমার এমন আচরণে.?
হয়তো বলবে, “পাগল হলে নাকি”?
আমি হয়তো বলবো, “পাগল! সে তো আমি ছিলামই সবসময়”।
.
হয়তো শেষমেশ বিরক্ত হয়ে বলে উঠবে, ‘ভালোবাসি তো’!
আমি হয়তো বলবো, “পাগলকে তো সবাই ভালোবাসে। দয়ার ভালোবাসা”..
…..
উত্তর পেয়ে হয়তো আশা ছেড়ে দিয়ে একরাশ অভিমান জড়িয়ে প্রশ্ন করবে, ‘কি করছো’?
আমার উত্তর হবে হয়তো, “হাঁটছি”!
হয়তো ব্যস্ত হয়ে জিজ্ঞেস করবে,-“কোথায় যাচ্ছো”?
হয়তো বলে উঠবো,-“খুঁজতে”?
একরাশ সন্দেহ, বিস্ময় নিয়ে হয়তো বলবে, – “কাকে”?
উত্তরটা হবে হয়তো, – “নিজেকে”!!…….

Akash Talukder

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *