হ্যাভ-নট – সুদীপ্ত বিশ্বাস

আমার দুর্গা

সব মেয়েতেই দুর্গা দেখি, সব মেয়েরাই মা

মাটির পুতুল দুর্গা তোমার, আমার দুর্গা না।

আমার দুর্গা সঙ সাজে না প্যান্ডেলে-প্যান্ডেলে

রক্তে মাংসে দুর্গা আমার ট্রামে-বাসে-রেলে।

আমার দুর্গা চারদিন নয়, সারা বছর খাটে

কুটনো কাটে, বাসন মাজে, বাজার করে হাটে।

আমার দুর্গা গৃহবধূ, মানুষ করে ছেলে

আমার দুর্গা বিমানবালা, উড়ছে পাখা মেলে।

আমার দুর্গা রেপ হয়েছে, কাঁদছে বিচার চেয়ে

গোটা সমাজ উল্টে তাকেই বলছে ‘নষ্টা মেয়ে’।

আমার দুর্গা শরীর দিয়ে সমাজটা ঠিক রাখে

তবুও দেখ সবাই তাদের বেশ্যা বলে ডাকে!

আমার দুর্গা মজুর-কুলি, আমার দুর্গা মাঠে

আমার দুর্গা পেটের জ্বালায় ভিন দেশেতে খাটে।

আমার দুর্গা ফেরার পথে পায়নি বাস বা ট্রেন

হঠাৎ তাকে ডাক দিয়েছে মৃত্যুর সাইরেন।

আমার দুর্গা কাজ হারিয়ে পায়নি কিছু খেতে

চাইছে খাবার দুর্গা আমার রাস্তায় হাত পেতে।

সব মেয়েতেই দুর্গা দেখি, সব মেয়েরাই মা

মাটির পুতুল দুর্গা তোমার, আমার দুর্গা না।

পুজো ২০২০

এইবার মাগো করোনা অসুর  এসেছে তোমার আগে 

কাঁটা দিয়ে ঘেরা চোখগুলো তার জ্বলছে রক্তরাগে। 

চারদিকে দেখো মৃত্যু-মিছিল, শুনশান পথঘাটে 

জীবাণু শাসায় খুব চুপিসারে বাতাসের চৌকাঠে।

শরতের মেঘ উপরে ভাসছে, কাশেরা ফুটেছে কত

বাজেনি তবু্ও পুজোর বাজনা , লোকজন থতমত।

তুমি নও শুধু  মাটির পুতুল, কিভাবে সেকথা ভুলি

পেটের জ্বালায় স্নেহময়ী মায়ে হয়েছে মজুর-কুলি।

পরিযায়ী ওই মা’টিও ফিরেছে পায়ে হেঁটে গোটা দেশ 

দুধের শিশুটি বুকে ছিল তার, গোটা পথে অনিমেষ! 

আরো কত মা যে পারেনি ফিরতে, জোটেনি বাস বা ট্রেন

মাঝপথেতেই হঠাৎ বেজেছে মৃত্যুর সাইরেন! 

ওই শিশুটিকে দাও গো পোশাক, দাও গো খেলনা কিনে

মা-বাপ যে তার পুরোই বেকার এবারের আশ্বিনে। 

ছোট্ট শিশুরা পুজোর খুশিতে নাচুক তা ধিন ধিন

ফিরিয়ে দাও সে পুরনো পৃথিবী, খুশি ঝলমলে দিন।

খড়কুটো

তোমাকে বুঝবার বুদ্ধি বিধাতা দেননি কাউকে!

কখনও তুমি লাস্যময়ী উর্বশী,

কখনও তুমি মহিষমর্দিনী দুর্গা,

কখনও বা কাল্যানরূপী লক্ষ্মী।

যখন তুমি দখিন বাতাস হয়ে পাশে আসো-

তোমার মিষ্টি স্পর্শে প্রাণ জুড়িয়ে যায়।

যখন তুমি ডানায় ডানায় পাশাপাশি উড়ে চল-

পথশ্রমের কোনও ক্লান্তিই থাকে না।

যখন তুমি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাও-

আমি আকাশ ভরা তারার মাঝে আমার তারা খুঁজি!

যখন তুমি নিজেকে উন্মোচিত কর-

তোমার অপার তরঙ্গ

আর অসীম গভীরতায় ভাসতে ভাসতে

আমার মনে হয়,

প্রশান্ত মহাসাগরের বুকে আমি খড়কুটো।

হ্যাভ-নট

তোমরা যাবে নাইট ক্লাবে পরবে ফাটা জিন্স

আমার ছেলে রিক্সা পুলার তোমার ছেলে প্রিন্স

তোমরা হলে ধূর্ত শেয়াল আমরা হলাম ফেউ

তোমরা যাবে ডিপ-সী ট্যুরে আমরা গুনি ঢেউ।

তোমরা কর পেপার ওয়ার্ক, আমরা করি কাজ

পুড়ছি রোদে ভিজছি জলে, পড়ছে মাথায় বাজ।

তোমরা চাপ এ. সি. গাড়ি আমরা ধরি ট্রেন

আসতে যেতে চেপ্টে চিড়ে হস্তে হেরিকেন ।

তোমারা হলে রাঘব বোয়াল তোমরা বানাও জোট

আমরা মশাই খেটেই মরি দিই তোমাদের ভোট ।

তোমরা পর হিরের চুড়ি আমরা বানাই ঘট

বাড়ছে তোমার টাকার পাহাড় আমরা তো হ্যাভ-নট।

দু:খ

ওগো দু:খ, তোমার জন্য দু:খ হচ্ছে খুব,

তুমিই ছিলে বন্ধু সখা, শত্রু ছিল সুখ।

মরলে আমি তখন তুমি কোথায় যাবে বলো?

দু:খ, তোমার দু:খে আমার দু’চোখ ছলোছলো।

– 


Sudipta Biswas,Deputy Magistrate & Deputy Collector,(WBCS Exe.),

Nokari Uttar Para, PS-Ranaghat,Dist- Nadia,Pin- 741202

Sudipta Biswas

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *