হেমন্ত চলছে…
শীতের আগমনী বার্তাও আসন্ন;
মাঠে মাঠে পাঁকা ধান কাটা চলছে,
পানের বরজে নতুন পানও আসন্ন।
ঋতুচক্রে কোথাও কোথাও শীত আসছে,
সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে;
করোনার প্রকোপ মাড়িয়ে ধরণী নতুনরূপে ফিরছে,
প্রকৃতি যেন আজ পবির্তনের নেশায় দুলছে!
কৃষকের গৃহে আসতে উদগ্রীব মাঠের সোনালী ধান,
ন্যায্য মূল্য পেলে ভাঙবে কি কৃষকের অভিমান?
তবু যেন তাহার ঘরে হেমন্তের উৎসব আসন্ন,
প্রতীক্ষিত সেই সুখের দর্শন, বছরান্তে নবান্ন।
– তরিকুল ইসলাম মাসুম
শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika