হাতিয়ার
মহীতোষ গায়েন
বুকের ভিতর এখনো জেগে আছে বিপ্লব
এখনো জেগে আছে বিশ্বাস,একদিন সব
ঠিক হয়ে যাবে,প্রতারণা কিংবা বঞ্চনার
বিরুদ্ধে সোচ্চার হবেই কণ্ঠ এবং কলম।
এখনো ঘুম ভেঙ্গে গেলে স্বপ্নের চরিত্ররা
সব দেখা করে,কথা বলে নিভৃতে,নির্জনে,
এখনো আকাশের চাঁদ নেমে আসে শিয়রে…
ক্লান্তি অবসাদ নিয়ে চলে যায় বাউল হাওয়া।
এখনো প্রেম আছে প্রতিজ্ঞা আছে,অপ্রেম ও
অবজ্ঞা হার মেনে যাবে একদিন,একদিন সব
ফুল,পাখি,গাছ,মানুষ ছেঁড়া জামা প্যান্ট পরে বড় হওয়া সেদিনের ছেলেটার হাতিয়ার হবে।
মহীতোষ গায়েন