হলুদ পলাশের আর্তি

আমাকে বাঁচতে দাও
আমি একলা এসেছি
তোমাদের চণ্ডী পাহাড়ে।
দূরে থেকেই যদি পারো
ছবি তোল আনন্দ করো।
দয়া করে ডাল ভেঙো না
বীজ হতে দিও, ফুল তোল না।
সাহায্যের হাত বাড়িয়ে দিও
অবহেলা করে ফুল ছিঁড়ে
নষ্ট করে মজা করো না।
না হলে আমি হারিয়ে যাবো
আমার কোন সন্তান রবে না।
আমি যদি বেঁচে বর্তে থাকি
আরো ছবি তোলবে বৈকি।
সারা পাহাড় জুড়ে আমাকে পাবে
দূর দূরান্তের দর্শনার্থীদের মন ভরাবে।
গর্ব করে খবর ছড়াবে চারা বানাবে
পলাশ ফুলের জন্যেও গদীবেড়ো গ্রাম
একদিন দ্যাখো জেলাতে বিখ্যাত হবে।

Screenshot_20230218-033937_PixelLab-0.jpg Screenshot_20230218-033225_PixelLab-1.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *