♥অশ্রু দিয়ে চিঠি লেখা♥
মোঃআজিজুল হক।
তাং-০১-১২-২০২১ইং।
অশ্রু দিয়ে চিঠি লেখা যায়
হয়তোবা তুমি শোননি।
হৃদয়ে হয় কারো রক্তক্ষরণ
দুচোখে হয়তোবা দেখনি।
আমার লেখা এই চিঠি
অনুরোধ আলতো করে খুলবে।
নরম হাতে হৃদয় পেতে
খামের মুখটি প্রথম তুলবে।
প্রতিটা ভাজে পাবে খুঁজে
শুধু হৃদয় পোড়া গন্ধ।
বলতে যদি জানতে চাই
হৃদয়ের দুয়ার কেন বন্ধ।
কোঁকড়ানো দেখলে বুঝবে তুমি
চোখের জলে লুকিয়ে আমি।
তোমার বাড়ির আঙিনায় বাগান
আমার উঠোন মরু ভূমি।
অগোছালো লেখা কষ্ট হবে
পড়ে নিও মূর্খ ভেবে।
বিশ্বাস আছে আগের মতো
ভুল গুলি শুধরিয়ে নিবে।
হাত কাঁপছিল লিখতে গিয়ে
অচল এখন তোমায় খুইয়ে।
হৃদয় মাঝে হয় রক্তক্ষরণ
পড়ছে গড়িয়ে চুইয়ে চুইয়ে।
গত হওয়া শত দিন
ছিলো যেন সব রঙিন।
তুমি ছাড়া আমি আজ
নিজেকে হারিয়েছি লাগামহীন।
ফিরে এসো সব ভুলে
বাঁচি না হয় দুজন মিলে।
মরা গাছে ফুল ফোটাও
ভালোবাসার জল ঢেলে।