শিরোনাম – স্মৃতি বড় বেদনা
কলমে – কেয়া চক্রবর্ত্তী
তারিখ – ২৯.১১.২১
সেদিনের সেই কথা আজো পড়ে আমার মনে,
তুমি এসে বললে চলো ঘুরে আসি শান্তিনিকেতনে,
সোনাঝুড়ির জঙ্গলে কোনো এক বিকেলে,
ভালোবাসার আবেশমাখা, ধামসা, মাদলের নাচের তালে তালে,
রাঙামাটির পথ গেছে যেখানে এঁকে বেঁকে,
ভালোবাসি বড্ড তোমায়, বলেছিলে ওষ্ঠে গাঢ়, চুম্বন এঁকে।।
হাতে রেখে হাত দুজনে জানিনা বসে ছিলাম কতকাল,
মনে মনে বুনেছিলাম কতই না স্বপ্নের জাল।।
ভেবেছিলাম তোমার সাথেই কাটবো জীবনের বাকি কটাদিন,
সেসব ছিল স্বপ্নই শুধু, বাস্তবে যা ঘটেনি কোনোদিন,
সেসব ছিল শুধুই তোমার অভিনয়,
বুঝতে পেরেছি যতই কেটেছে সময়।।
কাজের সূত্রে তুমি বাইরে গেলে চলে,
প্ৰথম প্ৰথম ছিল যোগাযোগ, চিঠি, কিংবা ই মেল এ,
ধীরে ধীরে কমতে লাগলো চিঠি, আসতো না আর কোনোই টেলিফোন
ফোনে আর বাজতো না তোমার নামের রিংটোন
তারপর কোথা থেকে কি যে হয়ে গেলো জানিনা
স্মৃতি হয়ে রয়ে গেলে তুমি, যা আজও মনে বাড়ায় কেবলই বেদনা।।