বাদলা এই বিকেলে তোকে মনে পড়ছে খুব
মনে পড়ে?তুই আর আমি স্বপ্নে দিতাম ডুব?
মনেপড়ে তোর-আমার ঘর বাঁধার সেই স্বপ্ন
মাঝে মাঝেই তুই আর আমি যাতে হতাম মগ্ন?
কলেজ ফেরত আমাদের সেই বিকেলবেলা গুলো?আনন্দেতে ভরে থাকা রঙীন দিনগুলো?
বৃষ্টি ভেজার বায়না করে ছাতা দিতিস ফেলে
রেগে যেতিস আমি তোর সঙ্গ না দিলে।
তুই তো আজ অন্যকারো,ভুলে গেছিস আমায়
আর স্মৃতি নিয়ে বসে আছে আমার ভগ্ন হৃদয়।
আমার একলা মনে মাঝে মাঝেই চলে আসিস তুই
স্মৃতির মাঝে হারিয়ে গিয়ে তোকে আমি ছুঁই।