মনের ভরসা কমছে যখন বর্ষা এল কাছে
এই দুনিয়ায় লোক খ্যাপানো করোনা যে আছে
অনেক করেও পাই না কুল জট বাঁধে যে জোরে
মনের কথা যায় না বলা দ্বিধার স্রোতে পরে
পর করোনি পর ভেবোনি পরের পরে রাগ
মানুষ মারার বিদ্যে গুলো দিচ্ছে বড় দাগ
দাগ থেকে যে দাগা পাই যায় না সহজে
বুঝে সুজে পথ খোঁজো গো নিজের গরজে।
নামতে পথে মানতে হবে স্বাস্থ্যবিধি সকল
নইলে পরে গায়ে করে সইতে হবে ধকল।।